তুমি আমি

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

তৈয়বা মনির
  • ৫৩
গোধূলি যখন রঙিন নেশায় রঙ ছড়ালো অবেলার পথে
রবিটাও রক্তিম আভায় পাল গোছালো সায়াহ্নের নায়ে
সান্ধ্য পাখিরা নীড়ের খুঁজে পাখা মেললো নীলিমার বুকে
আমিও তখন মনপবনের নাও ভাসিয়েছি
দিগন্তের দিকে l
যখনই দিগন্তের নীলে পাখা মেললাম স্বপ্ন ছড়াবো বলে
গোধূলির আভা ধীরে ধীরে আঁধারের কোলে রঙ হারালো
রঙহারা স্বপ্নগুলো আঁধারের ক্যানভাসে তোমাকে পেলো
তুমি আমার হাতটি ধরলে নিশির নির্জনে
দুজনে মিলে আঁধারের গায়ে স্বপ্ন আঁকবো বলে l

সেই থেকে শুরু -
হাতে হাত রেখে চলা,চোখে চোখে কথা বলা
গগনে তখন পিদিম জ্বলেছে,জোনাকি সাজিয়েছে বাসর
আঁধারের ক্যানভাসে রঙ ছড়িয়েছে পূর্ণিমার পসর
যখনই দীঘির জলে জলকেলিতে মগ্ন হংসমিথুন
তখনি তোমার আমার স্বপ্ন বুনেছে মায়াবী শিশির প্রহর l

তারপর ! কতকাল গত হলো -
কত আঁধার! কত ভোর!
কত রৌদ্রউজ্জ্বল দুপুর পেরিয়ে গেলো
কখনো গ্রীষ্মের খরা, কখনো শরতের শুভ্রতা
কখনো বর্ষার ধারা, কখনো বসন্তের ছোঁয়ায় জীবনের পূর্ণতা
আজও আঁধারের ক্যানভাস হাসে তোমার আমার স্বপ্নিল ছোঁয়ায়
আজও প্রহর স্বপ্ন বুনে তোমার আমার রঙিন কাঁথায়
আজও আমার হাতটি থাকে তোমার হাতের মুঠোর'পরে
আজও আমার আঁখি নীড়ে তোমার ভাষা খেলা করে l

হঠাৎ সেদিন মৃদু হেসে প্রহর বলে -
আর কতদিন ! জীবন এবার সায়াহ্নের কোলে অস্তাচলের ভেলায়
আমি বললাম, তাই বুঝি !
তুমি বললে, ভালোই হলো -
এবার দুজন দুজনের হাতটি ধরে
চোখে চোখ রেখে
হারাবো অনন্ত ধামে
একসাথে পথ চলবো অনন্তের প্রহরে l
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রঙ পেন্সিল সুন্দর কবিতা। কবির জন্য শুভকামনা
Shahadat Hossen সুন্দর কবিতা, মনোমুগ্ধকর কবি
ধন্যবাদ অফুরন্ত
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতাটি তিন স্তবকে তিন রকম স্বাদ পেয়েছি। খুব সুন্দর হয়েছে। তবে আরেকটু সময় দিলে বাড়তি শব্দগুলো বাদ দেওয়া। যেত। যা হোক, সুন্তর হয়েছ এতেই বিমুগ্ধ। অনেক শুভ কামনা ও ভোট রইল।।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এবারের বিষয়ের সাথে সম্পুর্ন সামঞ্জস্যপূর্ণ। দুটি মনের পরিচয়, একসাথে পথচলা এবং অনন্ত পথের সাথি হওয়ার বাসনা'ই এই কবিতার মূল বিষবস্তু।

২৭ এপ্রিল - ২০১৯ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪